রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪

দশম বার্ষিক Guinness World Records Day উপলক্ষে ৮ ফুট ৩ ইঞ্চি লম্বা তুর্কি তরুণ সুলতান কোসেন এবং মাত্র সাড়ে ২১ ইঞ্চি উচ্চতার নেপালী বৃদ্ধ চন্দ্র বাহাদুর দাঙ্গি সম্প্রতি এসেছিলেন লন্ডনে। ব্রিটিশ পার্লামেণ্টের উল্টোদিকে দাঁড়িয়ে প্রথম বারের মত তারা পরস্পরের সঙ্গে হাত মেলালেনহাসলেন ক্যামেরার সামনে। ৩১ বছর বয়সি কোসেন করেন চাষবাসের সঙ্গে যুক্ত। লাফ না দিয়েই তিনি ছুঁতে পারেন বাস্কেট বলের রিং। কেবল উচ্চতায় তিনি বিশ্বের ১ নং ননসবচেয়ে লম্বা হাতের (১১.২ ইঞ্চিরেকর্ড টিও তার দখলে। আর ৭৪ বছর বয়সী চন্দ্র বাহাদুর এই বয়সেও নেপালের প্রত্যন্ত রিমখলি গ্রামের পাহাড়ে গরু চড়াতে যান। তার ওজন মাত্র ৩২ পাউন্ড। 
11 সবচেয়ে ছোট এবং সবচেয়ে লম্বা মানুষ প্রথমবারের মত হাত মেলালেন ক্যামেরার সামনে।

 
বিপরীত রেকর্ডধারী এই দুটি মানুষ পাশাপাশি এসে আবিষ্কার করেনএত পার্থক্যের পরও একটি জায়গায় তাদের অনেক মিল। সেই উপলব্ধির কথা উঠে এল কোসেনের বক্তব্যে। তিনি বলেনশেষ পর্যন্ত চন্দ্র বাহাদুরের দেখা পেয়ে দারুন লাগছে। সে খাটোআর আমি লম্বাকিন্তু আমাদের দূজনকেই সারাজীবন একইরকম ভাবে সংগ্রাম করতে হয়েছে। চন্দ্রেরে দিকে তাকালে আমি একজন সত্যিকারের ভালো মানুষকেই দেখতে পাই।
 সবচেয়ে ছোট এবং সবচেয়ে লম্বা মানুষ প্রথমবারের মত হাত মেলালেন ক্যামেরার সামনে।
 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন